May 2011 Update/bn

From Strategic Planning

 
সম্ভাষণ,

আমি টিং শেন, উইকিমিডিয়া ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান।

দুই মাস আগে উইকিমিডিয়া ফাউন্ডেশন আমাদের নতুন সম্পাদক প্রচলন সমীক্ষার ফলাফল প্রকাশ করে (আপনি ফলাফলগুলো দেখতে পারেন এখানে), যেটা দেখিয়েছিল যে বিগত কিছু বছর ধরে উইকিমিডিয়া প্রোজেক্টগুলিকে সম্পাদনা করা মানুষের পক্ষে কঠিন থেকে কঠিনতর হয়ে গিয়েছিল। বিগত মাসে বোর্ড এ নিয়ে বিস্তর আলোচনা করে, এবং উইকিমিডিয়া প্রোজেক্টগুলিকে আরও উন্মুক্ত ও সহযোগী করার লক্ষ্যে আমাদেরকে যোগ দিয়ে আপনার সহযোগিতার কথা ব্যাক্তিনির্বিশেষে আনুমোদিত হয়।

দয়া করে আমাদের প্রস্তাবটি পড়ুন আর আপনার মতামত এবং আপনার চিন্তাধারা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য আপনাকে আনরোধ করি।

উইকিমিডিয়া প্রোজেক্ট-এ সমাচ্ছন্ন করার জন্য আপনাকে ধন্যবাদ ও শুভ কামনা জানাই।

টিং শেন
উইকিমিডিয়া ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান

প্রস্তাব: উন্মুক্ততা

আমরা, উইকিমিডিয়া ফাউন্ডেশন বোর্ড, বিস্বাস করি যে আমাদের প্রোজেক্ট কমিউনিটির স্বাস্থ্য আমাদের লক্ষ্য পূরনের জন্য জরুরি। উইকিমিডিয়া প্রোজেক্টগুলি উন্মুক্ততা, অংশগ্রহনীয়তা, ও বিশিষ্টতার সংস্কৃতিতে স্থাপন করা হয়েছে যা পৃথিবীর একটি বিশাল মানব জ্ঞানকোষে পরিনত হয়েছে। কিন্তু যখন পৃথিবীতে উইকিমিডিয়ার পাঠক ও সর্মথকের সংখ্যা বাড়ছে, তখনই এডিটর ট্রেন্ডের সাম্প্রতিক গবেষনা অংশগ্রহনীয়তার ও নতুন সম্পাদক ধরে রাখার ক্ষেত্রে তীব্র পতন লক্ষ্য করা গেছে।

আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনায় যা স্থাপন করা হয়েছে, এবং গবেষনার ফলাফল আমাদেরকে প্রতিপন্ন করেছে, যে উইকিমিডিয়ার দরকার নতুন এবং নানাবিধ সম্পাদকদের আকর্ষন করা এবং পুরানো সহ নতুন সম্পাদকদের ধরে রাখা। একটি স্থায়ী সম্পাদনা সম্প্রদায়ের বিশিষ্টতা ও দীর্ঘকালব্যাপী বহন ক্ষমতা আমাদের সাম্প্রতিক প্রোজেক্ট ও আন্দোলোনের ক্ষেত্রে গুরুত্ত্বপূর্ন।

এই লক্ষ্যে পৌছানো আমাদের সর্ব্বোচ্চ অগ্রগন্য বলে মনে করি। আমরা সর্ব-সহযোগীদের অনুরোধ করব যেন তারা তাদের প্রোজেক্টের প্রতিদিনের কার্যে এটি মনে রাখে।

আমরা কার্যনির্বাহী নির্দেশককে সর্মথন করি যে তিনি এটিকে কর্মচারীদের প্রধান কাজ বানিয়েছেন, এবং আমরা তাকে সুপারিশ করব যেন তিনি ভিত্তি সম্পদ বন্টন বাড়িয়ে তুলে এই সমস্যা সমাধানে এগিয়ে চলেন, সাম্প্রদায়িক গ্রহ্নযোগ্যতা, সাম্প্রদায়িক প্রচেষ্টার সম্প্রসারন ও যান্ত্রিক উন্নতি সাধনের মধ্য দিয়ে।

এবং আমরা ডেভেলপারগন ,সম্পাদকগন, উইকিপ্রোজেক্ট সমূহ এবং অধ্যায়সমূহ –সকলকে সর্মথন করি যারা প্রোজেক্টকে আরো সহজসাধ্য, গ্রহনযোগ্য ও সর্মথনযোগ্য করে তুলতে কাজ করছে।

বোর্ড এই প্রোচেষ্টাকে এগিয়ে নিয়ে যাওয়ায় দৃড়প্রতিজ্ঞ, এবং এক্ষেত্রে প্রতিষ্ঠা সহযোগী সুনির্দিষ্ট নিবেদনকে আমন্ত্রন জানায়। আমরা নতুন বিচারকে উৎসাহিত করি এবং স্বাগত জানাই যা আমাদের উন্মুক্ততা ও ব্যাপক অংশগ্রাহিতার লক্ষ্যে পৌছতে সাহায্য করবে।

আমরা উইকিমিডিয়া সম্প্রদায়কে অনুরোধ করবো যেন তারা উন্মুক্ততা ও সহযগিতাকে উৎসাহিত করেঃ-

  • নতুন সম্পাদকের সাথে সহনশীলতা, বিনয় ও সম্মানের ব্যবহার ,নতুন সম্পাদকের লক্ষ্যমাত্রার প্রতি সজাগ থেকে তাদের কাছে পৌছোনো, তাদেরকে এক্ষেত্ত্রে উৎসাহিত করা।
  • প্রোজেক্টে সমাযোজন উন্নত করা ; নীতি ও নির্দেশাবলী সহজসাধ্য করা; এবং সহকর্মীদের সাথে টেমপ্লেট , সতর্কীকরন, ও মুছে ফেলার ক্ষেত্রে উন্নত ও বন্ধুত্ত্বপূর্ন নীতি ও অভ্যাস অবলম্বন করা।
  • উন্নয়নকে সমর্থন করা এবং বৈশিষ্ট্য এবং ব্যবহারিকতা ও সহজসাধ্যতা উন্নতকারী যন্ত্র সহজলভ্য করা।
  • এবিষয়ে সাম্প্রকায়িক সজাগতা বাড়ানো এবং ব্যাক্তিবিশেষ, সমূহ ও অধ্যায়ের সুদূরপ্রসারী প্রচেষ্টাকে সর্মথন করা।
  • সহকর্মীদের সাথে কাজ করে বিবাদ কমিয়ে, এবং বন্ধুত্ত্বপূর্ন ও আরও সহযোগী সংস্কৃতিতে উন্নিত করে, ধন্যবাদ ও সত্যাপনের সাথে সু-অভ্যস ও সম্প্রদায় নেতৃত্ত্বকে উৎসাহিত করা; এবং
  • বিভেদসৃষ্টিকারী ও শত্রুভাবাপন্ন ব্যবহার প্রতির্নিবৃত্তের চেষ্টা, এবং ট্রলস ও স্টলারদের দূর করার প্রথা বিকসিত করা।


উল্লেক্ষ্য