Jump to content

Call for participation/Appeal letter/bn

From Strategic Planning


বিশ্বাস করা কঠিন, আজ থেকে ১০ বছর আগেও উইকিপিডিয়ার অস্তিত্ব ছিলো না। আজ প্রতি মাসে ৩৩ কোটি মানুষ উইকিপিডিয়া ব্যবহার করেন যা একে বিশ্বের সবচেয়ে বহুল ব্যবহৃত অনলাইন তথ্যভাণ্ডার হিসেবে স্বীকৃতি দিয়েছে। লাখ লাখ স্বেচ্ছাসেবী গত ৮ বছর ধরে বিভিন্ন উইকিমিডিয়া প্রকল্প তৈরি ও রক্ষণাবেক্ষণ করে চলেছে।

আমরা অনেক কিছু অর্জন করতে পেরেছি, কিন্তু আমাদের এখনও আরও অনেক দূর যেতে হবে এমন একটি বিশ্ব গড়তে, যে বিশ্বে মানুষের সকল জ্ঞানের সংকলনে প্রতিটি মানুষ উন্মুক্তভাবে তার জ্ঞান বিতরণ করতে পারেন। আমাদের সাফল্যের পথে আগামীতে আসন্ন বাঁধাগুলো মোকাবেলায় আমরা কীভাবে তৈরি হতে পারি? বিশ্বের এক পঞ্চমাংশ মানুষের ইন্টারনেট ব্যবহারের সুবিধা রয়েছে। যেখানে হাজার হাজার স্বেচ্ছাসেবক আজকে উইকিমিডিয়া প্রকল্পগুলোতে অবদান রাখছে, তাদের মধ্যে বিশ্বের সকল অঞ্চলের প্রতিনিধিত্ব নাই। মুক্ত জ্ঞানের ভান্ডার তৈরি এবং বিতরণের লক্ষে বিশ্বময় আন্দোলন গড়ে তোলার জন্য আমাদের সামনে অনেকগুলো পথ রয়েছে।

উইকিমিডিয়া আন্দোলনের কৌশলগত পরিকল্পনা করার জন্য আমরা বছর-ব্যাপী প্রক্রিয়া শুরু করেছি। নির্দিষ্ট ভাবে আমরা যা বোঝার চেষ্টা করছি:

  • আমরা বর্তমানে কোথায় আছি?
  • আগামী পাঁচ বছরে আমরা কোথায় যেতে চাই?
  • বর্তমান অবস্থা থেকে সেখানে আমরা কিভাবে যাবো?

এই প্রশ্নগুলো খুঁজে পেতে আমাদের সাহায্য করুন। এর উত্তর খুঁজুন, প্রশ্নগুলোকে আরও ভেঙ্গে ফেলুন, বোঝার চেষ্টা করুন তা আমাদের উদ্দেশ্য এবং আমাদের মূল্যের প্রেক্ষিতে তা কি অর্থ বহণ করে। আমাদের সাহায্য করার জন্য এখানে পাঁচটি পন্থা রয়েছে:

  • টাস্কফোর্সে যোগ দিন। আমরা বিভিন্ন বিষয় অনুসন্ধান এবং এ বিষয়গুলো সম্পর্কিত সুপারিশমালা প্রদানের জন্য টাস্কফোর্সের আয়োজন করছি। অংশগ্রহনের জন্য আবেদন করুন, অথবা আপনার নিজের এড-হক দল গঠন করুন।
  • আমাদের জানান কিভাবে আপনি সাহায্য করতে পারেন। আপনি যদি এমন কোনো বিষয়ের উপর বিশেষজ্ঞ হয়ে থাকেন যা নিয়ে আমরা কাজ করছি, বিশেষজ্ঞ ডাটাবেজে নিজেকে যোগ করুন। এতে টাস্কফোর্স এবং স্বেচ্ছাকর্মী আপনার কাছে প্রশ্ন সহকারে পৌছতে সহায়তা করবে, এবং আপনিও আপনার সুবিধামত সময়ে এ কাজে সাড়া দিতে পারেন।
  • আপনার চিন্তাগুলো প্রকাশ করুন। স্ট্রেটেজি উইকিতে আপনার প্রস্তাবনাগুলো লিখুন, এবং সেখানে আগেই রয়েছে এমন প্রস্তাবনাগুলো বাস্তবায়ন এবং উন্নতিতে সাহায্য করুন। আপনার ব্লগ, মেইলিং লিস্ট এবং আইডেন্টি.কা, টুইটার, এবং ফেইসবুকের মত সামাজিক নেটওয়ার্কে চিন্তাগুলো পোষ্ট করুন। আপনার পোষ্টগুলোতে #wikimedia ট্যাগ দিন অথবা আপনার পোষ্টের লিঙ্ক স্ট্রেটেজি উইকিতে সংযুক্ত করুন, যাতে অন্যরা তা দেখতে পারেন।
  • কৌশল সংক্রান্ত আলোচনার আয়োজন করুন। একটি ভাল পরিকল্পনা তৈরিতে আমাদের সার্বিক অংশগ্রহণ প্রয়োজন। যাদের উইকিমিডিয়ার ভবিষ্যত নিয়ে চিন্তা করেন এমন সবার সাথে টাস্কফোর্স আলোচনা করবেন তা কোনো ভাবেই সম্ভব নয়। এখানে আপনি সাহায্য করতে পারেন: আপনি কৌশল সংক্রান্ত সরাসরি বা অনলাইন আলোচনার আয়োজন করতে পারেন, এবং আলোচনার ফলাফল স্ট্রেটেজি উইকিতে প্রকাশ করতে পারেন। স্ট্রেটেজি উইকিতে এই কৌশল সংক্রান্ত আলোচনাগুলো আয়োজনে টেম্পলেট এবং টুল রয়েছে।
  • আমাদের সাথে আলোচনা করুন। কৌশল দলের কাছে আপনার মতামত পাঠান। প্রকল্পগুলো সংক্রান্ত আপনার চিন্তাগুলো, আপনার আশা, আপনার আশংকা, আপনার লক্ষ্যগুলোর কথা আমাদের বলুন। আপনার মতামত স্ট্রেটেজি উইকিতে যোগ করুন, অথবা strategywikimedia.org ঠিকানায় ইমেইল করুন।


আপনি যদি অংশ নিতে নাও পারেন, আপনি কি সংকটপূর্ণ প্রকল্পগুলোর সাহায্যের জন্য দান করতে পারেন? আপনার দান সরাসরি আমাদের পৃথিবীব্যাপী মুক্ত জ্ঞান কর্মসূচীকে সাহায্য করবে। আমাদের প্রকল্পগুলোতে অবদান রাখতে, আমাদের প্রযুক্তির উন্নয়নে এবং আমাদের কাজকে অন্য কোনো ভাবে সাহায্য করতে আমাদের আরও অনেক স্বেচ্ছাকর্মীর প্রয়োজন।

আমাদের সভ্যতাকে নতুন রূপ প্রদান করতে এবং সকল মানুষের জন্য সমান সুযোগ তৈরি করতে এই শতাব্দী আমাদের এক দারুণ সুযোগ দিয়েছে। আমরা আশা করি, এ গ্রহের প্রতিটি মানুষকে জ্ঞান বিতরণে আমাদের এই কাজে আপনিও যোগ দিবেন।

বিনীত,
মাইকেল স্নো
চেয়ার, উইকিমিডিয়া ফাউন্ডেশন
জিমি ওয়ালেস
প্রতিষ্ঠাতা, উইকিপিডিয়া এবং উইকিমিডিয়া ফাউন্ডেশন


Email responder

উইকিমিডিয়া ফাউন্ডেশনের স্ট্রাটেজি ডেভেলপমেন্ট টিমের কাছে ইমেইল করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার ইমেইলটি আমরা পেয়েছি এবং যত তাড়াতাড়ি সম্ভব এটি পড়া হবে। আমরা অচিরেই টাস্কফোর্সের জন্য নির্বাচিত ব্যক্তিদের সাথে যোগাযোগ করবো। আপনি নিজেই এরকম টাস্কফোর্স তৈরি করতে পারেন, আপনার গবেষণা এবং সুপারিশ গুলো সম্পর্কে প্রতিবেদন দিতে স্ট্রেটেজি উইকিতে (http://strategy.wikimedia.org) বিদ্যমান উপকরণসমূহ ব্যবহার করতে পারেন।

আপনার স্বতঃস্ফূর্ত সাহায্যের জন্য ধন্যবাদ।

ধন্যবাদান্তে,

Sitenotice

  • Strategic Planning এবং এর সহযোগী প্রকল্পগুলোর ভবিষ্যৎ গড়তে সাহায্য করুন! জিমি ওয়ালেস এবং মাইকেল স্নো এর
    <a href="http://volunteer.wikimedia.org">চিঠি পড়ুন</a>।

Title

জিমি ওয়ালেস এবং মাইকেল স্নো এর চিঠি পড়ুন।

Button

স্বেচ্ছাকর্মী হোন